কুলাউড়ায় মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার

কুলাউড়ায় মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার
প্রিয় কুলাউড়া ডেস্কঃ কুলাউড়ায় দেশীয় ধারালো অস্ত্র ও মোটর সাইকেলসহ একাধিক মামলার আসামী জাবেদ ওমর (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে কুলাউড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজার এলাকার আব্দুস শুকুরের ছেলে। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হামিদুর রহমান সিদ্দিকি (পিপিএম) জানান, জাবেদ কুলাউড়ার পেশাদার ছিনতাইকারী রাজু ও পাপলু গ্রুপের একজন সক্রিয় সদস্য। তার নামে থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনাইদ আলম সরকারের নেতৃত্বে জুড়ী ও কুলাউড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনাইদ আলম সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post