নিউজ ডেস্কঃ জাতীয় দলের প্রধান কোচ শ্রীলঙ্কান চান্দিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের নিরাপত্তায় মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ২ জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ দেয়া হয়েছে। বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ইমাম জানান, ‘হাথুরুসিংহে ও স্ট্রিকের নিরাপত্তার জন্য আমরা পুলিশের কাছ থেকে দুজন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছি। তারা (মঙ্গলবার) থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। ২ প্রধান কোচের সার্বিক নিরাপত্তার খাতিরে আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি আরও জানান, 'দেহরক্ষীরা মূলত রাস্তায় চলাচলের সময়ই কোচদের সঙ্গে থাকবেন। কোচদের ভয়-ভীতি থেকে দূরে রেখে পুরোপুরি কাজে মনোযোগী হওয়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত অনেকটা উপযোগী হবে।' এর আগে নিরাপত্তার প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ার পর যখন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছে ঠিক তখনই দুজন বিদেশি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হবার পর থেকেই উৎকণ্ঠায় আছেন বাংলাদেশে অবস্থানরত জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফরা। এর ফলাফল স্বরূপ আকস্মিক ছুটি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসন এবং ডেভেলপমেন্ট কোচ স্টুয়ার্ট কার্পিনেন।
