রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অনলাইন ডেস্কঃ রসায়নে ২০১৫ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। কোষের ডিএনএ পুনর্গঠন প্রক্রিয়া আবিষ্কারের জন্য টমাস লিন্ডাল, পল মোদরিক ও আজিজ সানকারকে এই পুরস্কার দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের। বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স`র মহাসচিব গোরান কে হ্যানসন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এ তিন বিজ্ঞানী ডিএনএ পুনর্গঠন ও মেরামত নিয়ে গবেষণায় অবদান রেখেছেন। তাদের গবেষণায় উঠে এসেছে, ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনর্গঠন ও মেরামত করে কিভাবে টিকে থাকে। অার এজন্য তাদেরকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ডিএনএ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের এ তিন বিজ্ঞানী যৌথভাবে আট মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন। ১৯০১ সালে চালু হওয়া এই পুরস্কার এখন পর্যন্ত মোট ১৬৯ জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। সুইডেনের নাগরিক টমাস লিনডাল ইংল্যান্ডের দ্য ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটে ডিএনএর আণবিক কমর্কান্ড নিয়ে গবেষণা করেছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পল মোদরিক ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে গবেষণা করছেন। আজিজ সানকার নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির গবেষক। গত বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির স্টেফান হেল দুই মার্কিন বিজ্ঞানী এরিক বেটজিগ ও উইলিয়াম মোয়ের্নার। মাইক্রোসকোপের রেজুলেশন ক্ষমতা বৃদ্ধির কাজে উল্লেখযোগ্য অবদান রাখায় তারা এ পুরস্কার পেয়েছিলেন। 
আগামী সোমবার সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Post a Comment

Previous Post Next Post