ভূমিকম্পে আফগানিস্থান ও পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক

ভূমিকম্পে আফগানিস্থান ও পাকিস্তানে মৃতের  সংখ্যা বেড়ে ৩ শতাধিক
অনলাইন ডেস্কঃ  ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫ এ দাঁড়িয়েছে। এর মধ্যে পাকিস্তানের ২৫৩ জন এবং আফগানিস্তানে ১২ স্কুলছাত্রীসহ ৮২ জন রয়েছে।  দেশ দুটিতে আহত হয়েছেন প্রায় দুই হাজার জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে জীবিত কেউ আছে কিনা তা খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে ।  ভূমিকম্পের সময় দেশটির উত্তরাঞ্চলীয় তালোকান শহরের একটি স্কুল থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ১২ ছাত্রীর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৯ মিনিটে এই ভূকম্পন অনূভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। ইউএসজিএস আরও জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২১২ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ওই এলাকার কাছেই পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত। প্রসঙ্গত, গত কয়েক মাসে এশিয়ার বিভিন্ন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত ৩ জুলাই চীনের জিংজিয়াং প্রদেশের উরগায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে বেশ কয়েজজনের মৃত্যু হয়। এর আগে গত ২৯ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও বেশ কয়েক দফা ভূকম্পন আঘাত হানে দেশটিতে। এসব ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে আহত হন আরও ২৩ হাজারের বেশি মানুষ। লাখও মানুষ গৃহহীন হন। উল্লেখ্য, ২০০৫ সালে পাকিস্তানশাসিত কাশ্মিরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৭৫ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

Post a Comment

Previous Post Next Post