বিশেষ প্রতিনিধি: কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত রোববার যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসীকে নিয়ে প্রকৃতির সন্ধানে এক আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। প্রবাস জীবনের কর্মক্লান্তি দুর করে প্রকৃতির সন্ধান পেতে এবারের আয়োজন ছিল বেশ জাঁকজমকপূর্ণ। পূর্ব প্রস্তুতি নিয়ে সাজানো ছিল সারাদিনের ধারাবাহিক অনুষ্টানসুচী। নির্ধারিত দিন সকালে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে সমবেত হন। এ যেন এক মহা মিলন মেলায় পরিনত হয়। দীর্ঘদিন পর কর্মব্যস্ততার ফাকে এইদিন একে অপরের সাথে কুশল বিনিময় করে আনন্দ ভাগাভাগী করে নিতে প্রকৃতির সন্ধানে যাত্রা করতে বাসে যার যার আসন গ্রহন করেন। যাত্রার প্রাক্কালে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান জুনেল ও সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনামুলক স্বাগত বক্তব্যর পর ডে-টীপ উপ কমিটির দায়িত্বপ্রাপ্ত শরীফুজ্জামান চৌধুরী তপন, আব্দুল করিম নিপু অলিউর রহমান চৌধুরী ফাহিম, তৌহিদুল আরফিন রুহেল সকলকে সকালের সকালের নাস্তা পরিবেশন করান এবং ডে-টীপে আসার জন্য স্বাগত জানান। যাত্রাকালে কোচ তিনে অলিউর রহমান ফাহিমের অনুরোধে ওয়েলফেয়ারের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খাঁন রাফেল ড্র এর টিকেট বিক্রি করেন কোচ দুইয়ে সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ রানা ও অর্থ সম্পাদক সাইফুর রহমান রবিন কোচ একে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৌহিদুল আরফিন রুহেল আশানুরূপ টিকেট বিক্রি করেন। দুপুর দুইটায় তিনটি কোচ ওয়েস্ট উইটারিং সি-বীচে পৌছে সেখানে অপেক্ষারত ড্রে-টীপ উপ কমিটির আহব্বায়ক শামসুল আলম খান শাহীন ও মিসেস শাহীন সকলকে স্বাগত জানান। কোচ থেকে নেমে একে অপরের অনুভুতি জানার চেষ্টা করেন। পরে ইমতিয়াজ আহমেদ রানা, নজরুল ইসলাম খান, অলিউর রহমান চৌধুরী ফাহিম, তৌহিদুল আরফিন রুহেলের পরিচালনায় অনুস্টিত রাফেল ড্র লটারীতে সৌভাগ্যবান দশজন বিজয়ী হন ১.জাকির, ২.ফাতিমা ৩,সুয়েব, ৪,মিসেস রহমান, ৫,নিশিতা, ৬,জাবির, ৭.মিসেস নিপু, ৮.শিপলু, ৯.শামীমা ইয়াসমীন, ১০.সামীহা খান, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান জুনেল, সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, শরীফুজ্জামান চৌধুরী তপন, রেজাউল হায়দার রাজু, জাহাংগীর আলম শাহাজান, আব্দুস সুবহান, ২ আব্দুর রহমান, শামসুল আলম খান শাহিন, সজিবুর রহমান সজীব, পরে সবার মধ্যে দুপুরের খাবার পরিবেশন করেন মুহিতুর রহমান রাজু, আব্দুল মোমিত মুক্তার, সৈয়দ মুহিবুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম খান, নবাব আলী আহসান নিপ্পন, আব্দুল আহাদ, বদরুল হক তুহিন, আতিকুর রহমান, জামাল আহমেদ রুবেল। খাবার পরে সমুদ্রের পানিতে কিছু সময়ের জন্য সবাই হারিয়ে যান। এবারের ড্রে-টীপে অংশ গ্রহন করেন ফরহাদ আলম হিরুল, ফরিদ আহমেদ, ইকতেখার হোসেন, শামীম আহমেদ, আব্দুস শহিদ, শাহীন আহমেদ, এমাদুর রহমান, সাজিদুল ইসলাম, আব্দুস ছালাম, জান্নাত চৌধুরী, আয়েশা খান, সাবীয়া বেগম, লাকী আহমেদ, আফিয়া খান, জান্নাতুল ফেরদৌস চৌধুরী লিমা, ফারজানা চৌধুরী, শামীমা ইয়াসমীন, নূরুন শাহাজান, নার্গিস সুলতানা হায়দার, মহিমা খাতুন, লিপি বেগম, রোকেয়া রহমান, নাছরিন সুলতানা, মিসেস সুবহান, রেশমা বেগম, আলীমা খান, সাহিল জান্নাত রাহি, শাহানা আক্তার চৌধুরী, রাশিদা চৌধুরী পলি, মুনা চৌধুরী, রোকেয়া বেগম প্রমূখ। সন্ধা ৮টায় তিনটি কোচ ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে ফিরে আসে এখানে সভাপতি আতিকুর রহমান জুনেল সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী সবাইকে ড্রে-টীপে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ।