আল-আইনে সমাজকল্যাণমন্ত্রীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

আল-আইনে সমাজকল্যাণমন্ত্রীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল
আল-আইনে সমাজকল্যাণমন্ত্রীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল
হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত আল-আইন মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে গত শনিবার সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর আশু রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনুর সভাপতিত্বে ও প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন জামাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আল আইন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাষ্টার সামসুল আলম। বিশেষ অতিথি রহমত আলী (শুয়েব), বিশিষ্ট ব্যবসায়ী মিনাল মিয়া, হেলাল মিয়া, হাফিজ জয়নাল আবেদীন। সভায় বক্তারা বলেন, সৈয়দ মহসিন একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তার গুরুতর অসুস্থততায় দেশ-বিদেশের আওয়ামী পরিবারের পক্ষ থেকে আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হচ্ছে। প্রথমে উনাকে ঢাকার বারডেম হাসপাতাল এ চিকিৎসা করা হয়। কিন্তু আরো উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতাল এ নেয়া হয়।  বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, আব্দুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাহবুবুল আলম মধু, আব্দুল গণি, মিটুন মিয়া, ফরহাদুর রহমান ফয়সল, গিয়াস উদ্দীন আহমেদ, শাহাবুদ্দীন শুভ, সৈয়দুল ইসলাম চৌধুরী দুলন, করীম আহমেদ রাজ, জামাল হোসেন, জামাল হোসেন, বাবুল আহমেদ, মৌর আলী, আব্দুল হাকীম, ফয়জুদ্দীন আহমেদ, হাজী আসকির মিয়া, মোঃ লিটু মিয়া, আজাদুর রহমান আজাদ, মোঃ রাসেল সহ প্রমুখ। অবশেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী জাকির হোসেন এবং আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post