নিউজ ডেস্কঃ আন্তজার্তিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে এপেক্স সেবা সপ্তাহ উপলক্কে সেবা কর্মসূচী সম্পন্ন করা হয়। এপেক্সিয়ান শাহিন আহমদের পৃষ্ঠপোষকতায় এতিমখানার দুঃস্থদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপে. রফিকুল ইসলাম টিপু, পিপি এপে. শহীদুল ইসলাম তনয়, ২০১৫ বর্ষের সভাপতি এপে. শাহীন আহমদ, সার্জন এট আর্মস এপে. জুবায়ের সোহেল, এ্যাক্টিভ ফ্লোর মেম্বার এপে. আব্দুল বাছিত জাহাঙ্গীর প্রমুখ।
