তারেক হাসান: কুলাউড়া পৌর শহরের দক্ষিন বাজারে অবস্থিত ফিজা এন্ড কোম্পানির সেলস সেন্টারে গতকাল সোমবার (২১সেপ্টম্বর) দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। ফিজার অন্যতম স্বত্তাধিকারি প্রভাষক সিপার উদ্দিন জানান, সিসিটিভি ক্যামেরা চালু অবস্থায় চোর পিছনের শক্তিশালী স্টিল ডোর কেটে নগদ ৩৫হাজার টাকা সহ মূল্যবান বিদেশি প্রডাক্টস সাবান, পারফিউম, বডি ¯েপ্র ও প্রতিষ্টানের মোবাইল সেট ইত্যাদি প্রায় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান এই বছর ১৬ জুলাই উক্ত প্রতিষ্টানে অনুরুপ ভাবে চুরি সংঘটিত হয়।
