মানুষ এখন বিএনপিকে ঘৃণার চোখে দেখে : সৈয়দ মহসিন আলী

মানুষ এখন বিএনপিকে ঘৃণার চোখে দেখে :সৈয়দ মহসিন আলী
নিউজ ডেস্কঃ মানুষ এখন বিএনপিকে ঘৃণার চোখে দেখে বলে জানালেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বুধবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ। সৈয়দ মহসিন আলী বলেন, "বিএনপি তাদের ভুল বুঝতে পেরে এখন রাজনীতিতে ফিরে আসতে চায়। তারা এখন আপোষ করতে চায়। নির্বাচনে না আসায় বেগম খালেদা জিয়ার কথা এখন কেউ শোনে না।

Post a Comment

Previous Post Next Post