ব্লগার অনন্ত হত্যা: ১ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ব্লগার অনন্ত হত্যা: ১ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ব্লগার অনন্ত হত্যা: ১ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিউজ ডেস্কঃ সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার ঘটনায় গ্রেফতার মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাফি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সিলেটের তৃতীয় মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী। তিনি জানান, মান্নান আদালতে ১৬৪ ধারায় সীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে এবং কতোজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তা বিস্তারিত বলেছে। গত ১২ মে ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাশকে (৩২) সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে তার বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। 'মুক্তমনা' ও 'সামহোয়্যার ইন ব্লগে' নিয়মিত লেখালেখি করতেন অনন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন তিনি। কাজ করেছেন সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও। ব্লগার অনন্ত হত্যার ঘটনায় করা মামলায় গত ৭ জুন প্রথমে দৈনিক সবুজ সিলেট ও সংবাদের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার ভোর ৪টার দিকে কানাইঘাট উপজেলা থেকে মান্নান ও তার ছোটভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমানকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কানাইঘাট থেকেই আবুল খায়ের নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল বাকী জানিয়েছেন, বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগেই মান্নান পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল সেসহ মোট পাঁচজন ব্লগার অনন্ত হত্যাকাণ্ডে অংশ নেয়। খায়ের সেই পাঁচজনেরই একজন। মান্নানের দেওয়া এই তথ্যের ভিত্তিতেই খায়েরকে গ্রেফতার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post