খ,ক, জাফরঃ ১০ সেপ্টেম্বর বাদ আসর "বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ "কুলাউড়ার কাদিপুর সংসদের নিজ কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিববিদ, সমাজসেবক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা আক্তার আলী চৌধুরী আত্তর এর ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল এ সংসদের উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন এর সভাপতিত্ব এ ও জনাব হাসানুর রহমান রুমেলের পরিচালনায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি জনাব বদরুল ইসলাম বদর, কাদিপুর ইউনিয়ন পরিষদ এর সদস্য জনাব শফিক মিয়া ও বিছমিল্লাহ ট্রাভেলস এর সত্তাধিকারী জনাব আলাউর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ এর সাধারন সম্পাদক জনাব আঃ রহিম, জাসদ ছাত্রলীগ এর কুলাউড়া উপজেলার সভাপতি জনাব জাকির হোসেন ,কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী আবু ছাইদ ফুয়াদ, কুলাউড়ার জনপ্রিয় পত্রিকা মানব ঠিকানার ষ্টাফ রিপোর্টস জনাব আঃ আজিজ, সংসদের সাধারন সম্পাদক জনাব সাহেব আলী দিলু ও সংসদের সকল খেলোয়াড় ও সদস্যবৃন্দ । দোয়া পরিচালনা করেন মনসুর মোহাম্মদিয়া মাদ্রাসার ইমাম জনাব তোরাব আলী। অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহতছিন আলী স্কুলের শিক্ষক সহ সব শ্রেনীর মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
