লাগাতার অবস্থান কর্মসূচি ও ধর্মঘটের ডাক শিক্ষার্থীদের

লাগাতার অবস্থান কর্মসূচি ও ধর্মঘটের ডাক শিক্ষার্থীদের
নিউজ ডেস্কঃ বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করার প্রতিবাদে দেশের বেসরকারি সব বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেল কলেজে আগামীকাল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে 'নো ভ্যাট অন এডুকেশন' আন্দোলনের নেতারা। এই সময়ের মধ্যে ভ্যাট প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। শিক্ষাক্ষেত্রে ভ্যাট নিয়ে কোনো ধরণের ছল-চাতুরী করে আন্দোলন দমানো যাবে না মন্তব্য করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালারও দাবি জানান তারা। এর আগে, বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধানমন্ডি-২৭ নম্বর মোড় থেকে শুরু হওয়া মিছিলটি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অন্যদিকে শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ -জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে টিউশন ফি'র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা না হলে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার সকালে রামপুরার আফতাবনগরে স্থানীয় একটি হোটেলে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রেসব্রিফিং থেকে এ কথা জানানো হয়। এ সময় জানানো হয়, শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। হামলাকারী পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। আগামী রোববারের মধ্যে থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না আসলে প্রত্যেক ক্যাম্পাসের সামনে লাগাতার আন্দোলন চলবে।

Post a Comment

Previous Post Next Post