মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, নিখোঁজ ৫২

মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, নিখোঁজ ৫২
অনলাইন ডেস্ক: মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম। এছাড়া ৫২ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি জানান, নিহত ২৬ বাংলাদেশি হাজির মরদেহ বর্তমানে মক্কার মাইশাম হাসপাতাল মর্গে রাখা আছে। ইতোমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে। নিহত ২৬ হাজির মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল। এখনও ‍কারো আত্মীয়-স্বজন নিখোঁজ থাকলে তাদের যথাযথ পরিচয়সহ মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত দশটায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেন, ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৫ জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছি।

Post a Comment

Previous Post Next Post