শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার ঘড়ি আটক

শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার ঘড়ি আটক
শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার ঘড়ি আটক
নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কোটি টাকা মূল্যের হাত ঘড়ি আটক করা হয়েছে। গত ১০ আগস্ট দুবাই থেকে ওই চোরাই ঘড়িগুলোর কথা রোববার জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে আসা বিভিন্ন ব্রান্ডের ওই ১৭ হাজার ৫২টি ঘড়ি ২৩টি কার্টনে এসএমআই কুরিয়ার সর্ভিসের নামে বিমানবন্দরে পৌঁছে। ওই কার্টনের সাথে কোনো বৈধ কাজগপত্র না থাকায় তা আটক করা হয়। আটক হওয়া ঘড়ির মধ্যে একটি ঘড়ির দাম ১২ লাখ টাকা পর্যন্ত রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান  জানান, প্রায় ১০ কোটি টাকা মূল্যের ওই ঘড়ি আটকের ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

Post a Comment

Previous Post Next Post