ইতালীয় নাগরিক হত্যা: গুলশান থানায় মামলা

ইতালীয় নাগরিক হত্যা: গুলশান থানায় মামলা
নিউজ ডেস্কঃ কূটনীতিক পাড়া হিসেবে খ্যাত গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। নিহতের একজন সহকর্মী মঙ্গলবার সকালে থানায় এসে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন গুলশান থানার এসআই সাব্বির রহমান। এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত তাভেল্লার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ঢামেক এর ফরেনসিক বিভাগের প্রধান জানান, চেজারের শরীরে তিনটি গুলি করা হয়। এরমধ্যে একটি গুলি বেরা করা হয়েছে। চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী রিকশা মেকানিক মো. জয়নাল জানান, গুলির শব্দের পর তিনজন মোটরসাইকেলে পালিয়ে যান। তাদের একজনের হাতে ছিল পিস্তল। ঘটনার পর রাতে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) গুলশানের ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দিয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় ঢাকার অভিজাত এলাকায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আর অনিশ্চয়তায় পড়ে গেল।

Post a Comment

Previous Post Next Post