নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রেনে কাটা পড়ে সিপন মিয়া (২৭) নামে এক যুবকের দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিলাশের পাড় রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শিপন সিলেট জেলার ওসমানীনগর থানার রোনালংপুর গ্রামের মোঃ জহির আলীর ছেলে ।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীমঙ্গল উপজেলার বিলাশেরপাড় রেল লাইনের পাশে শিপন মিয়া নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,ধারনা করা যাচ্ছে সকালে জালালাবাদ ট্রেনের নিচে পড়ে মৃত্যু হতে পাড়ে।
