ঢাকায় ফিরতে টিকেটের জন্য হাহাকার, চরম ভোগান্তিতে মানুষ

ঢাকায় ফিরতে টিকেটের জন্য হাহাকার, চরম ভোগান্তিতে মানুষ
নিউজ ডেস্কঃ ঢাকায় ফিরতে মিলছে না বাস ও ট্রেনের টিকেট। টিকেটের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের পর কর্মস্থলে ফিরতে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকেটও দেওয়া হচ্ছে না। দূরপাল্লার আন্তঃনগর বাসের টিকিট অনেক দিন আগেই বিক্রি হয়ে গেছে। ফলে কর্মস্থলে ফিরতে পারছে না লালমনিরহাটে ঈদ করতে আসা শত শত মানুষ। জানা গেছে, লালমনিরহাটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কারণে টিকেট শেষ হয়ে গেছে। তবে এক শ্রেণির কালো বাজারি টিকেট আগাম সংগ্রহ করে দু-তিন গুণ বেশি দামে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে বাসের টিকেটও ঈদের ৭-৮ দিন আগেই শেষ হয়েছে বলে বিভিন্ন কোচের কাউন্টার থেকে জানা গেছে। এ ছাড়া দূরপাল্লার লোকাল বাসগুলোর টিকেটও না পেয়ে অনেকে বাসের ছাদে ও বিকল্পভাবে ট্রাক ভাড়া করে গন্তব্যস্থলে যাচ্ছেন। এ সুযোগে কোচগুলো তাদের টিকেটের নির্ধারিত ফি বাড়িয়ে দিয়েছেন। অবশ্য বাস মালিক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করা হয়েছে। রোববার সকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে আসা আলতাফ মিয়া, মর্জিনা বেগম ও জলিল মিয়া জানান, তিনজনেই কর্মরত আছেন ঢাকার একটি বেসরকারি সংস্থায়। রোববার পর্যন্ত ছুটি ছিল। সোমবার অফিসে উপস্থিত হতে হবে তাদের। কিন্তু ট্রেন কিংবা বাসের টিকেট না পেয়ে চরম বিপাকে পড়েছেন তারা। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কর্মস্থলগামী যাত্রীরা স্টেশন মাষ্টারদের কাছে কাকুতি-মিনতি জানিয়েও ট্রেনের টিকেট সংগ্রহ করতে পাচ্ছেন না। যাত্রীদের অভিযোগ টিকিটের দাম দ্বিগুণ বেশি দিলে স্টেশন মাষ্টার ও কালোবাজারিদের কাছে গোপনে পাওয়া যাচ্ছে লালমনিরহাট থেকে সরাসরি ঢাকাগামী বিভিন্ন এক্সপ্রেসসহ আন্তঃনগর ট্রেনের টিকেট। লালমনিরহাটের রেলওয়ে স্টেশন মাষ্টার আকবর আলী ট্রেনের টিকেটের দাম দ্বিগুণ বেশি কিংবা কালো বাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, এমন তথ্য আমার জানা নেই। ট্রেনের টিকেট কালো বাজারি ও অসাধু চক্র ঠেকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কেউ যদি টিকেট কালো বাজারির চেষ্টা করে তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

Post a Comment

Previous Post Next Post