অনলাইন ডেস্কঃ অভিবাসীদের আশ্রয়দানের ক্ষেত্রে কোটা পদ্ধতির সমস্যা নিয়ে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি ইউরোপে পাড়ি জমানো ১ লক্ষ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের বিভিন্ন দেশে ভাগ করে দেয়ার জন্য এ বৈঠক করছেন তারা। খবর বিবিসির। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক শক্তিধর কয়েকটি দেশ বাধ্যতামূলকভাবে অভিবাসীদের আশ্রয় দিতে ইইউ সদস্যভুক্ত দেশগুলোকে চাপ দিচ্ছে। ২০১৫ সালের জু্লাই এবং আগস্টে ২ লক্ষ ৫০ হাজারের মতো অভিবাসী ইউরোপে পৌঁছেছে। চলতি বছরের শেষ নাগাদ ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে বলে আশঙ্কা করছে জার্মানি। এদিকে অভিবাসীদের ক্রমাগত আগমনের কারণে ইউরোপীয় রাষ্ট্রগুলোর সীমান্ত হুমকির মুখে বলে মনে করছে হাঙ্গেরি। হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে আগমনের কারণে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে মনে হাঙ্গেরি। বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের জরুরি বৈঠককে সামনে রেখে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এ বৈঠক করছেন। সোমবার হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রীরা অভিবাসী সমস্যা নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে তারা সবাই কোটা পদ্ধতির বিরোধীতা করেছেন। অভিবাসীদের হাঙ্গেরিতে প্রবেশ ঠেকাতে দেশটি সেনাবাহিনীকে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং গান পাউডার ব্যবহার করার ক্ষমতা দিয়েছে।
