ধলিয়ার হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতা

ধলিয়ার হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতা
ধলিয়ার হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতা
নিউজ ডেস্কঃ মার টান হেইয়া, তালে তালে হেইয়া। ছন্দে ছন্দে গানের তালে তালে চলছে হাতের বৈইঠা । সারিবদ্ধ নৌকাগুলোর মাঝিদের প্রাণান্তকর প্রচেষ্টা দ্রুতগতিতে নির্দিষ্ট গন্তব্যে আগে পৌঁছার। প্রতিযোগিতায় অংশ নেয়া ছোট ও লম্বা আকারের বিশেষ নৌকাগুলোর একেকটির একেক আর্কষণীয় রঙ আর এর মাঝিদের পরনেও একই রঙের পোশাক। এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ছোট বড় প্রায় ৬ শতাধিক নৌকা নিয়ে উপস্থিত হন কয়েক হাজার মানুষ। গতকাল বিকালে অনুষ্ঠিত হলো কুলাউড়ার মীরশংকর যুব কমিটির উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা। এশিয়ার অন্যতম হাকালুকি হাওরের পার্শ্ববর্তী মীরশংকর বাজার সংলগ্ন ধলিয়ার হাওরে এই নৌকা বাইচকে ঘিরে গেল কয়েকদিন থেকেই হাওরবেষ্টিত এ অঞ্চলের মানুষের মধ্যে চলছিল উৎসবের আমেজ। ভূকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ বাজার থেকে নৌকাগুলো দৌড় শুরু করে শেষ হয় মীরশংকর বাজার সংলগ্ন ধলিয়ার হাওরে। নৌকা বাইচ উৎসব জাঁকজমক করার জন্য আয়োজকরা চালান ব্যাপক প্রচারণা। আয়োজকদের ডাকে সাড়া দিয়ে বৃষ্টি, আকস্মিক বন্যা আর ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ উপেক্ষা করেও নৌকাবাইচ উপভোগ করতে এসেছিলেন কয়েক হাজার মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পুষাইনগর সিটিএস মন্দিরের অধ্যক্ষ ভক্তি স্বরূপ দামোদর মহারাজ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ইমাদ উদ দীন, জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরউদ্দিন আহমদ কমরু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান মতই ও ডা. হেমন্ত পাল। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে কুলাউড়ার সাদীপুরী নৌকা, ২য় স্থান অর্জন করে বড়লেখার সুজানগর নৌকা, ৩য় স্থান অর্জন করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১২নং ইউনিয়নের নৌকা। প্রতিযোগিতায় ১ম পুরস্কার ছিল ১টি গরু, ২য় পুরস্কার ১টি খাসি ও ৩য় পুরস্কার ছিল ১টি টেবিল ফ্যান। অতিথিরা বিজয়ীদের হাতে এই পুরস্কারগুলো তুলে দেন । 
সম্পাদনাঃ ইমাদ উদ-দীন
ছবিঃ মিটুন চক্রবর্তী 

Post a Comment

Previous Post Next Post