স্বাস্থ্যগত কারণে আজও আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

স্বাস্থ্যগত কারণে আজও আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
নিউজ ডেস্কঃ জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে বে-আইনিভাবে সহায়তার অভিযোগ, তর্ক-বিতর্ক ও আদালত বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির দুই মামলার শুনানি, সাক্ষ্যগ্রহণ ও জেরা। স্বাস্থ্যগত কারণে আজও আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী তেসরা সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অর্ফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। এ দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদক কর্মকর্তাকে জেরা করেন মামলার অন্য আসামি মনিরুল ইসলামের আইনজীবী। পরে একই মামলায় আদালতে আরও তিনজন সাক্ষ্য দেন। বেগম জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীদের হাজিরা দেয়ার অনুমতি ও সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে সাক্ষ্যগ্রহণের সময় এক সাক্ষীকে নথিপত্র ও তথ্য দিয়ে সহায়তার অভিযোগ তুলে আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন বেগম জিয়ার আইনজীবীরা। আইন অনুযায়ী বিচার হচ্ছে না বলে এ সময় তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। তবে সাক্ষীকে বে-আইনিভাবে সহায়তার বিষয়টি এড়িয়ে গেলেও আদালত কক্ষ ত্যাগ করার করার বিষয়টিকে বিচারকাজে প্রতিবন্ধকতার সামিল বলে মন্তব্য করেন দুদকের আইনজীবীরা। আদালতের নির্দেশনা অনুযায়ী এদিন আসামি জিয়াউল ইসলাম মুন্নার পাসপোর্ট ও গ্রিনকার্ড আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী। পরে আদালতের অনুমতি ছাড়া বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে পাসপোর্ট ও গ্রিনকার্ড ফেরত দেন আদালত।

Post a Comment

Previous Post Next Post