অাগামীকাল কাজী জাফরের তিন দফা জানাজা অনুস্টিত হবে

অাগামীকাল কাজী জাফরের তিন দফা জানাজা অনুস্টিত হবে
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের তিন দফা জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রথম জানাজা সকাল ৮টায় টঙ্গীর মিলগেটে, দ্বিতীয় জানাজা সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং তৃতীয় জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আজ সকাল পৌনে ৭টার দিকে গুলশানে কাজী জাফর তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ দিন যাবত তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। 
  • ১৯৩৯ সালের পহেলা জুলাই কুমিল্লার চিওড়ার কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
  • ১৯৭৮ সালে জিয়াউর রহমান সরকারে শিক্ষামন্ত্রী হন।১৯৮৯ থেকে ১৯৯০ সালে তিনি বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
  • ১৯৮৬ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post