কুলাউড়ায় ৪৪তম জাতীয় গ্রীস্মকালীন খেলাধুলার সমাপনী

কুলাউড়ায় ৪৪তম জাতীয় গ্রীস্মকালীন খেলাধুলার সমাপনী
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ২৫ আগষ্ট মঙ্গলবার বিকেল ৫টায় ৪৪তম জাতীয় গ্রীস্মকালীন বাংলাদেশ স্কুল ও মাদ্রাসার ক্রীড়া সমিতির উপজেলা ভির্ত্তিক প্রতিযোগীতায় খেলাধূলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাপনী অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমানের পরিচালনায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার মোঃ সফিকুল ইসলাম, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম তালুকদার, শাহজালার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ । সমাপনী ফুটবল খেলায় কানিহাটি উচ্চ বিদ্যালয় এবং ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের মধ্যে প্রতিদ্বন্দিতা করে কানিহাটি উচ্চ বিদ্যালয় ০১ গোলে বিজয়ী হয়েছে। খেলা রেফারীর সাবিক দায়িত্বে ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান, হিঙ্গাজীয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদ । পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যান্য অতিথি বৃন্দ ৪৪তম জাতীয় গ্রীস্মকালীণ বাংলাদেশ স্কুল ও মাদ্রাসার ক্রীড়া সমিতির প্রতিযোগীতায় ফুটবল বালক ও বালিকা, কাবাডি বালক ও বালিকা, হ্যান্ডবল বালক ও বালিকা, সাঁতার বালক খেলাধুলায় বিজয়ী ও রানার্স আপদের মধ্যে ট্রফি ও বিভিন্ন পুরস্কার বিতরন করেন ।

Post a Comment

Previous Post Next Post