বড়লেখায় দাবা প্রতিযেগিতার পুরস্কার বিতরন

বড়লেখায় দাবা প্রতিযেগিতার পুরস্কার বিতরন
বড়লেখায় দাবা প্রতিযেগিতার পুরস্কার বিতরন
নিউজ ডেস্কঃ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে সাকিব স্পোর্টসের আয়োজনে নক-আউট দাবা প্রতিযেগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন ১৫ আগস্ট শনিবার বিকেলে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় দাবাড়– খালেদ আহমদকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হন দাবাড়– এম. সামছুল হক। ফাইনাল খেলা শেষে সমাজসেবক মাসুক আহমদের সভাপতিত্বে ও খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়– এম. মছব্বির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, আইনজীবি সহকারী আব্দুল আলিম, দাবাড়– জমশেদ আলী, আবুল বাশার, আব্দুল হামিদ, সঞ্জিব দাস, আব্দুল আলী, ইউপি শ্রমিকলীগের সভাপতি মোঃ নুরুদ্দিন ও সাকিব স্পোর্টসের স্বত্তাধিকারী ফখরুল ইসলাম সাবু। উল্লেখ্য, ১৬ জন দাবাড়–দের নিয়ে নাক-আউট পদ্ধতিতে অনুষ্টিত আন্তঃইউনিয়ন দাবাপ্রতিযোগিতার উদ্ভোধন হয় ৭ আগস্ট শুক্রবার বিকেলে।

Post a Comment

Previous Post Next Post