যানবাহনের ইঞ্জিন ভালো রাখা নিরাপদ সড়কেরই অংশ - ইলিয়াছ কাঞ্চন

যানবাহনের ইঞ্জিন ভালো রাখা নিরাপদ সড়কেরই অংশ - ইলিয়াছ কাঞ্চন
নিউজ ডেস্কঃ ভালো ওয়েল ব্যবহার করবো যানবাহন ভালো রাখবো এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আমিরাত লুব ওয়েল ইন্ডাষ্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মটর ওয়ার্কসপ মালিক ও মটর ড্রাইভারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও লূব ওয়েল ডিলার পয়েন্টের উদ্বোধন। ১৫ আগষ্ট শনিবার বিকেলে শ্রীমঙ্গলের একটি অভিজাত চায়নিজ রেষ্টুরেন্টে রাসেদ মটরস এন্ড লুব হাউজের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও সেমিনারে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু, আমিরাত লুব ওয়েল এর ডায়রেক্টর মাসুদুর রহমান, ফারুখ হোসেন মারুফ, ইয়ামন আরাফাত ইমন, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও রাসেদ মটরস এন্ড লুব হাউজের চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম রাসেল। দিনব্যাপী সেমিনারে বক্তারা ইঞ্জিন ভালো রাখার জন্য মানসস্মত ও সঠিক মাপের প্রয়োজনীয় ওয়েল ব্যবহার সম্পর্কে বক্তব্য দেন। এসময় তারা দেশীয় কোম্পানীর আমিরাত লুব ওয়েল ইন্ডাষ্ট্রির ওয়েলের গুনগত মান সম্পর্কেও অংশগ্রহনকারীদের অবহিত করেন

Post a Comment

Previous Post Next Post