![]() |
নয়াদিল্লিতে মোদি-হাসিনা বৈঠক |
নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে মোদির সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান প্রধানমন্ত্রী। এ সময়, তার সঙ্গে আরও ছিলেন বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বাংলাদেশ সংবাদ সংস্থা - বাসস জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্যদের ওপর নির্ভরশীল কমাতে যৌথভাবে বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে একমত হয়েছে এই দুই প্রতিবেশী দেশ। এছাড়াও, বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী। এর আগে, সকালে দিল্লির লোদি রোড শ্মশানে শুভ্রা মুখার্জির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।