ধোনি হেলিকপ্টার থেকে লাফ দিলেন !

ধোনি হেলিকপ্টার থেকে লাফ দিলেন  !
ধোনি হেলিকপ্টার থেকে লাফ দিলেন  !
মোহাইমিন ইসলাম মাহিনঃ হেলিকপ্টার শট খেলে সকলের কাছে যার পরিচিতি তিনি হলেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার ধোনি হেলিকাপ্টার শট না খেলে নিজেই হেলিকপ্টার থেকে লাফ দিলেন! এতে ভয় পাবার কিছু নেই। কারণ ধোনির কোন ক্ষতি হয়নি । ইন্ডিয়ান এয়ার ফোর্স এয়ারক্রাফট থেকে প্যারা জাম্প করেছেন তিনি। ক্রিকেট খেলে অনেক অর্জনই করেছেন ধোনি। তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল। এখন এয়ার ফোর্সের স্কাইডাইভিং দলের সাথে আগ্রার প্যারাট্রুপারস ট্রেনিং স্কুলে ট্রেনিং নিচ্ছেন। বুধবার সকাল সাতটায় প্রথম জাম্প করেন তিনি। এএন-৩২ এয়ারক্রাফট থেকে ১২৫০ ফুট ওপর থেকে জাম্প করেন তিনি। প্যারাসুটের সহায়তায় মাটিতে নামতে ধোনির ৭০ সেকেন্ড সময় লাগে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি প্যারা জাম্পিংয়ের দুই সপ্তাহের ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন। ২০১১ সালের সেপ্টেম্বরে ধোনি ও শুটিং চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রাকে সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেলের র‌্যাঙ্ক দেয়া হয়। তখন ধোনি বলেছিলেন, “ক্রিকেটের জন্যই আমি এখানে। ক্রিকেট ছাড়ার পর আমি আর্মিতে সক্রীয়ভাবে কাজ করবো। খেলাতে ভালো বলে এটা সমস্যায় পড়ুক তা চাই না। ক্রিকেট ক্যারিয়ার শেষে অবশ্যই আমি আর্মির হয়ে সেবা করতে চাইবো।”

Post a Comment

Previous Post Next Post