নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের পক্ষ থেকে সাবেক জাসদ ছাত্রলীগ নেতা কুলাউড়ার নাট্য অঙ্গনের প্রিয়মুখ যুক্তরাজ্য প্রবাসী গোলাম রফিক নান্টুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট সন্ধ্যায় সীমান্তের ডাক কার্যালয়ে সীমান্তের ডাকের সম্পাদকমন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার মো. মোক্তাদির হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম রফিক নান্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেহান উদ্দিন আহমদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জসিম চৌধুরী। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর আহমদ শাহান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজুমল ইসলাম, সহ-সম্পাদক শরীফ আহমদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, পৌর বিএনপির উপদেষ্টা নির্মলেন্দু ভট্টাচার্য পান্না,ব্যবসায়ী ডা. মলয় বিশ্বাস,টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আব্দুল জলিল,কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়া, মাহফুজ শাকিল, সমাজসেবক হাজী মারুফ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সীমান্তের ডাকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি গোলাম রফিক নান্টুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।