![]() |
প্রবীন শিক্ষক সিতেশ চন্দ্র দাসের পরলোক গমন |
স্টাফ রিপোটারঃ কুলাউড়া পৌর এলাকার মাগুরাস্থ মৃত হরিচরণ দাস (মাষ্টার) এর ২য় পুত্র ও নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সীতেশ চন্দ্র দাস আর নেই। তিনি ৩০ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় কুলাউড়া শহরের মাগুরাস্থ নিজ বাসায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৩১ জুলাই শুক্রবার সকাল ১০টায় কুলাউড়া রেলওয়ে কালীবাড়ী শ্মশানঘাটে তাঁর অনেআষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।উল্লেখ্য, প্রবীন শিক্ষক সীতেশ চন্দ্র দাস ১৯৬৩ সালের ১ ডিসেম্বর থেকে ১৯৬৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং ১৯৬৮ সালের ১লা এপ্রিল থেকে ২০০৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর তিনি কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিষয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
শোক প্রকাশ: প্রবীন শিক্ষক সীতেশ চন্দ্র দাস এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি মোঃ আব্দুল মতিন,সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন,সাবেক এমপি নওয়াব অালী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সম্মানিত কার্যকরী সদস্য প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, দৈনিক সবুজ সিলেট ও বর্তমান প্রতিনিধি তারেক হাসান, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, গ্রীসস্থ সিলেট বিভাগীয় ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক রেজাউল আম্বিয়া রাজু, বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল প্রমুখ।