নিউজ ডেস্কঃ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুল হাসান কতৃক কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মোহাম্মদ আলীি (৪০) ও রাজন আলী (২৪) নামে দুই জন গাঁজা বিক্রেতাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনাব মোঃ কামরুজ্জামান, পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুলাউড়া সার্কেল, উপজেলা নির্বাহী অফিসারের স্টেনো বিনয় চন্দ্র দেব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক রুবেল আহমদ, পাবলু মিয়া ও মোঃ আব্দুর রহমান অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।