![]() |
কুলাউড়ায় ত্রানের ঢেউটিন ও এসিআই কোম্পানির গাড়ি সহ আটক-১ |
তারেক হাসানঃ কুলাউড়ায় পৌর শহরের মাগুরা এলাকায় টহল পুলিশ গত (১৮আগস্ট) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসিআই কোম্পানির একটি পরিবহন গাড়ি (ঢাকা মেট্রো প১১-০২৫৯) থেকে ত্রানের ৮ফুটের ৮পিস ১বান্ডেল ঢেউটিন উদ্ধার করে। এই ঢেউ টিনগুলোতে ত্রান মন্ত্রনালয়ের সিল দেয়া আছে। টিনের সংগে থাকা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার মোবারক আলীর ছেলে জাকির(৩০)কে আটক করা হয়। পুলিশ জানায়, গাড়িটি চাতলগাও এলাকা থেকে মাগুরা এলাকা অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি সহ জাকিরকে আটক করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত চলছে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।