![]() |
কুলাউড়ায় ছাত্র-যুব ঐক্য পরিষদের রাউৎগাও ইউনিয়ন কমিটি গঠন |
তারেক হাসানঃ কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১০ জুলাই শুক্রবার বেলা ৩টায় মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ে অনিষ্টিত সম্মেলনে প্রধান আতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা সভাপতি শ্রীকান্ত দেব। প্রধান বক্তা ছিলেন ছাত্র যুব ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনি মল্লি¬কের সভাপতিত্বে ও কল্যাণ চন্দ পলাশের পরিচালনায় বিশেষ আতিথি ছিলেন উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি বিশ্বজিত চন্দ বাবলু, সাংস্কৃতিক সম্পাদক অভিষেক চৌধুরী কৃষ্ণ, সিনিয়র সদস্য রিপন দাস প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ৩বছরের জন্য শুভ্রজিৎ পালকে সভাপতি ও অপু মল্লি¬ক কে সাধারণ সম্পাদক এবং কল্যান চন্দ পলাশ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।