![]() |
কুলাউড়ায় ছাতাপীর(রঃ) স্মৃতি পরিষদের ইফতার মাহফিল |
তারেক হাসানঃ হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজেনে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী, ইফতার ও দোয়া মাহফিল গত ৮ জুলাই বুধবার কুলাউড়ার গৌড়করনস্থ হযরত ছাতাপীর (রহঃ) এর মাজার সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়। হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের উপদেষ্টা শাহ সূফী মোঃ দরবেশ আলীর সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চৌধুরীবাজাার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু আইয়ুব আনসারী। বিশেষ অতিথি ছিলেন, তালিমপুর দাখিল মাদ্রাসার সুপার মৌলানা আবু তাহের, কুলাউড়া জালালীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলানা সুলতান আহমদ কামালী, স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মোঃ হেলাল আহমদ, কামারকান্দি জামে মসজিদের খতিব মৌলানা জালাল উদ্দিন, ভুকশিমইল লতিফিয়া মাদ্রসার সুপার মৌলানা সামছুল ইসলাম, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মৌলানা সাইদুল ইসলাম, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, সমাজসেবক জাকির হোসেন প্রমুখ। অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। দোয়া পরিচালানা করেন মোঃ দরবেশ আলী।