নিউজ ডেস্কঃ জরিমানা ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির আজই শেষ দিন। এদিকে, অনলাইন আবেদনের নানা জটিলতায় ভর্তি হতে পারেনি অনেকে। হতাশা ও ক্ষোভ নিয়ে সমস্যা সমাধানের আশায় ভিড় করছেন শিক্ষাবোর্ডে। সমাধানে আরো তিন দফা ভর্তি আবেদন নেয়া হচ্ছে বলে জানালেন বোর্ড চেয়ারম্যান। আর মাইগ্রেশনের ক্ষেত্রে যাতে দুইবার ভর্তি ফি না নিতে কলেজগুলো কে নির্দেশন দেয়া হবে বলেও জানান তিনি। কলেজগুলোতে চলছে ভর্তি কার্যক্রম। আবার কোনটিতে শুরু হয়েছে ক্লাসও। কিন্তু অনলাইন আবেদন জটিলতায় কলেজ ভর্তি নিয়ে দিশেহারা ভর্তিচ্ছুদের একটি অংশ। সন্তানের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত অভিভাবকরা ভিড় করছেন কলেজ ও শিক্ষাবোর্ডে । এদিকে প্রথমবারের মত এ পদ্ধতিতে ভর্তি নেয়ায় কিছুটা জটিলতা হয়েছে স্বীকার করে আরো তিন দফা ভর্তি আবেদনের সুযোগ থাকছে বলে জানান শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী। তিনি বলেন, 'চারটি তালিকায় ভর্তি ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অনেক বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে না। অন্য কলেজে ভর্তি হওয়ার পরে মাইগ্রেশনে আবার কলেজে ভর্তি হবে। সেক্ষেত্রে বোর্ডের ফি দিতে হবে না, এটি আমরা জানিয়েছি।' এসময় তিনি আরও বলেন, 'কলেজগুলোর ক্ষেত্রেও আমাদের নির্দেশনা আমরা দেবো, তারা যেনো তাদের টাকাটা ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করে'। ৬ জুলাই প্রকাশ করা হবে ২য় মেধা তালিকা। আর ১১ ও ২৫ জুলাই প্রকাশিত হবে ৩য় ও ৪র্থ মেধা তালিকা। এর মধ্যেই সব ধরনের আবেদন করেতে হবে শিক্ষার্থীদের।