![]() |
প্রথমবার বাংলাদেশি হয়ে ঈদ করবে ছিটমহলবাসী |
নিউজ ডেস্কঃ দোরগড়ায় ঈদ। প্রথমবারের মত বাংলাদেশের নাগরিক হয়ে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন ছিটমহলবাসীরা। তাই ছিটমহলগুলোতে বইছে আনন্দের বন্যা। প্রতিবারই ফিরে আসে ঈদ, ঈদের আনন্দ। শুধু ঈদ নয়, বাঙালির নানা উৎসবে রঙিন থাকে পুরো বছর। কিন্তু এতদিন এসব উৎসবের কোনোটির ছোঁয়াই লাগেনি নীলফামারীর ৪টি ছিটমহলের বাসিন্দাদের মনে। তবে এবার চিত্র ভিন্ন। এতদিন বাংলাদেশের অভ্যন্তরে কোনো মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারতেন না ছিটমহলবাসীরা। কিন্তু এবার আর কোনো বাধা নেই। এবার তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন বাংলাদেশি হয়েই। অনেকে আবার নিজেদের জায়গাতেই নামাজ আদায়ের ব্যবস্থা করেছেন। ছিটমহলবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ ইবনে ফয়সাল। তিনি বলেন, আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি যাতে তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। আর ছিটমহলবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার। নীলফামারীর ডিমলা উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৪টি ছিটমহল রয়েছে। এই ছিটমহলগুলোর জনসংখ্যা ৫শ' ৩৫ জন।