![]() |
মৌলভীবাজার সদর আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩জুলাই) বিকেল ৬ টার দিকে শ্রীমঙ্গল রোডস্থ সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাস ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের কৃষি বিষায়ক সম্পাদক মোঃ ফজলুল করিম, সদর আওয়ামীলীগের সভাপতি মোঃ মসুদ আহমদ, সাধারণ সম্পাদ আনহাকার আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান লোকমান প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিল শেষে জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি।