![]() |
শ্রীমঙ্গলে জাল টাকাসহ আটক ১ |
এম শাহবান রশীদ চৌধুরীঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৮১ হাজার টাকার জাল নোটসহ সুহেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জগদীশপুর চত্বর থেকে তাকে আটক করা হয়। সুহেল মিয়া হবিঞ্জজ জেলার মাদবপুর এলাকার রামকুল গ্রামের শহিদ মিয়ার ছেলে। র্যাব ক্যাম্প-৯ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিতিত্তে জগদীশপুর চত্বরে অভিযান চালিয়ে একটি লুঙ্গির কাটুনের ভেতর থেকে এক হাজার টাকা নোটের ৮১ হাজার জাল টাকাসহ সুহেলকে আটক করা হয়। শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের এএসপি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।