মুশফিকের অর্ধশতক; এগুচ্ছে বাংলাদেশ

মুশফিকের অর্ধশতক; এগুচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন পর রানে ফিরেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগারদের দলের এই অধিনায়ক। ৭৯ বলে ৭টি চারের মাধ্যমে হাফ সেঞ্চুরি করেন তিনি। তার এই হাফ সেঞ্চুরি ও রিয়াদের নির্ভরযোগ্য ব্যাটিংয়ের সুবাদে এগুচ্ছে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান। ক্রিজে অপরাজিত আছেন সাকিব ১ ও মুশফিকুর রহিম ৬২ রানে। প্রোটিয়া বোলার স্টেইন নেন দুটি উইকেট। এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রয়াত দক্ষিণ আফ্রিকান অল রাউন্ডার ক্লাইভ রাইসের প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করে প্রোটিয়ারা। তবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত ৬ রানে তামিম ইকবাল একবার জীবন পেলেও, সুযোগটা কাজে লাগাতে পারেন নি। ডেল স্টেইনের ৪০০তম শিকার হয়ে তামিম আউট হন দলীয় ১২ রানে। তবে এরপর বেশ দেখে শুনে খেলতে থাকেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। তবে বিরতির পরপরই, স্বাগতিকদের জোড়া আঘাত হানেন জেপি ডুমিনি। প্রথমে মুমিনুলকে আউট করে ২য় উইকেটে ৬৯ রানের জুটি ভাঙ্গেন তিনি। এরপর ইমরুল কায়েসও ৩০ রান করে সাজঘরের পথ ধরেন। এরপর মাহমুদুল্লাহ-মুশফিক মিলে প্রতিরোধ তৈরি করতে থাকেন। ডেল স্টেইনের গতিতে ভাঙ্গে এ জুটি। মাহমুদুল্লাহ ৩৫ রান করে বিদায় নেন। এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post