ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ৩১ রানের হার

ব্যাটসম্যানরা ব্যর্থতায় বাংলাদেশের ৩১ রানের হার
ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ৩১ রানের হার
আমিন জাহানঃ আবারো ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। যে কারণে, আবারো হার বাংলাদেশের। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৩১ রানের হারিয়ে ২-০তে সিরিজ জিতে নিলো অতিথি দক্ষিণ আফ্রিকা। এর আগে, প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা। জবাবে, ১৩৮ রানের থামে বাংলাদেশের ইনিংস। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়াদের দুই ওপেনারে ডি কক ও ডি ভিলিয়ার্স। দশ ওভারে স্কোর বোর্ডে ৯৫ রান তুলে সর্বোচ্চ ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন ডি কক। এরপর, ৫ বলের ব্যবধানে ডি ভিলিয়ার্স ৪০ ও ডুমিনি আউট হন ৬ রানে। শেষের দিকে মিলারের ৩০, রৌসুর ১৯ ও অধিনায়ক ডু প্লেসির ১৬ রানে স্বাগতিকদের ১৭০ রানের টার্গেট দেয় আফ্রিকা। জবাব দিতে নেমে ভালই শুরু করেন টাইগার দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। দলীয় ৪৬ রানে ১৩ করে তামিম আউট হলেও, সৌম্যর ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ। কিন্তু, দারুণ আক্রমণাত্মক খেলা সৌম্য ব্যক্তিগত ৩৭ রানে আউট হলে। সাকিব, মুশফিক, সাব্বির ও নাসিররা দ্রুত ফেরেন সাজঘরে। ৮২ রানে ৬ উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষের দিকে অভিষিক্ত রনি তালুকদারের ২১ ও অধিনায়ক মাশরাফির ১৭ রান হারের ব্যবধান কমিয়েছেন মাত্র।

Post a Comment

Previous Post Next Post