তারেক হাসান: কুলাউড়া উপজেলার হাজিপুর ও কাদিপুর ইউনিয়নের ৫টি লাইসেন্স বিহীন করাতকলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে (করাত কল লাইসেন্স বিধিমাল ২০১২ অনুযায়ী) সিলগালা করা হয়। ৭ জুলাই হাজিপুর ইউনিয়নের ৩টি পীরের বাজারের তজমুল আলী, লুৎফুন নাহার ও মনগাও এলাকার তজমুল আলীর করাতকল এবং কাদিপুর ইউনিয়নের ২টি চকাপন এলাকার চেরাগ আলী ও কেয়াতলা এলাকার সোনাহর আলীর করাতকলে লাইসেন্স বিহীন আবস্থায় স্থাপিত থাকায় সীলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। অভিযানে অংশ গহণ করেন ৪৬ বিজিবি চাতলাপুর ক্যাম্পের হাবিলদার হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা, কুলাউড়া রেঞ্জ অফিসার আবুল কাশেম ভূইয়া, নলডরী ভিট অফিস ফরেষ্টার আনোয়ার হোসেন খান, মুরইছড়া ভিট অফিস ফরেষ্টার চন্দন ভৌমিক, ইউএনও অফিসের ষ্টেনো বিনয় চন্দ্র দেব ও কুলাউড়া রেঞ্জ বনপ্রহরী মুজিবুর রহমান চৌধুরী।