![]() |
ঈদের দিন ঘনিয়ে আসছে সেই সাথে ট্রেন-বাসে বাড়ছে মানুষের চাপ |
নিউজ ডেস্কঃ ঈদের বাকি আরও কিছু দিন। তবে দিন যতোই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের চাপও বাড়ছে ট্রেন ও বাসে। শেষ মুহূর্তের ঝামেলা আর ভিড় এড়াতে একটু আগেই পরিবারের সদস্যদের অনেকেই পাঠিয়ে দিচ্ছেন নিজ গ্রামে। গ্রামের প্রতি টান বাঙালির সব সময়ই একটু বেশি। আর ঈদ, পালা-পার্বণ বা যে কোনো উপলক্ষ তা আরো বাড়িয়ে দেয়। তাই পরিবারের কর্তা, ছুটি না মেলায় ঝক্কি আর ঝামেলা এড়াতে একটু আগেই অন্য সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। সেই সঙ্গে শুরু হল নাড়ির টানে বাড়ি ফেরা। যে প্রিয়জনকে রেখে প্রয়োজনের তাগিদে এসেছিলেন ইট পাথরের এই নগরীতে সে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার অনুভূতিটাও তাই অন্যরকম। এমন একটি উৎসবে পরিবারের সঙ্গে কাটানোর ব্যাকুলতা রুখে দেয়ার সাধ্য কার। এতে আসুক যত বাধা বিপত্তি কিংবা দুর্ভোগ। শুভ হোক সবার ঈদ যাত্রা।