সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯
অনলাইন ডেস্কঃ সৌদি আরবের মাজমায় এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকসহ নিহত হয়েছেন অন্তত ৯ জন। এছাড়াও, আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন। নিহত বাংলাদেশিরা হলেন, কিশোরগঞ্জ জেলার মাসুদ, টাঙ্গাইল জেলার আলম চান মোহাম্মদ আর জামালপুর জেলার মোহাম্মদ ওয়াহিদ আলী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার শাখার ফার্স্ট সেক্রেটারি মিজানুর রহমান বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাজ শেষে ফেরার পথে রাজধানী রিয়াদ থেকে ১৯০ কিলোমিটার দূরের মাজমায় একটি সেতু পার হওয়ার সময় শ্রমিক বহনকারী একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনাটি ঘটে। এরা সবাই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং আহতের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। তাদের স্থানীয় কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post