অবশেষে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল পথে রেল যোগাযোগ শুরু

অবশেষে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল পথে রেল যোগাযোগ শুরু
অবশেষে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল পথে রেল যোগাযোগ শুরু
নিউজ ডেস্কঃ অবশেষে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল পথে রেল যোগাযোগ শুরু হয়েছে। বেঁকে যাওয়া রেললাইন স্বাভাবিক করার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পুনরায় রেল চলাচল শুরু হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় প্রচণ্ড সূর্যতাপে রেললাইন গরম হয়ে বেঁকে যাওয়ায় দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. শোহেব আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচণ্ড গরমে গঙ্গাসাগর রেলস্টেশনের অদূরে রেললাইনের বেশ কিছু অংশ বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন কসবার ইমামবাড়ি রেলস্টেশন এবং চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস এবং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে। তিনি আরো জানান, রেললাইনের বেঁকে যাওয়া অংশে পানি ঢেলে লাইনে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

Post a Comment

Previous Post Next Post