![]() |
| সুযোগ পেলে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত লিটন |
আমিন জাহানঃ সেরা একাদশে সুযোগ পেলে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত লিটন কুমার দাস। এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান জানান, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পেয়েছেন বলেই, তার আত্মবিশ্বাস ছিলো আসন্ন সিরিজে বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পাবেন। আর এই সুযোগটা পেয়ে এখন লিটনের স্বপ্ন একাদশে জায়গা করা। আর সেখানে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করতে চান লিটন। এই তো ক'মাস আগেই জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে সংবাদের শিরোনাম হন লিটন কুমার দাস। ওপেনিংয়ে দারুণ খেপাটে ব্যাটিংয়ে দৃষ্টি কাড়েন সবার। মাত্র ৭ ম্যাচে ৫ সেঞ্চুরি ৩ ফিফটিতে ঈর্ষণীয় প্রায় ৮৬ করে গড়ে মোট রান করেন এক হাজার ২৪। এরপর থেকেই জাতীয় দলে জায়গা নিতে জোর দাবি তুলেন দিনাজপুরের এই ক্রিকেটার। অবশেষে স্বপ্নে দুয়ার খুলেছে লিটনের। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে চূড়ান্ত দলে সুযোগ পেয়ে রোমাঞ্চ পেয়ে বসেছে এই ক্রিকেটারকে। লিটন বলেন, 'আমি খুবই ভাগ্যবান যে টেস্ট দলে জায়গা পেয়েছি। এটা সব ক্রিকেটারেরই স্বপ্ন। জাতীয় লিগের গত মৌসুমে আমি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম, তাই দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম।' ছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে। কিন্তু, ঘরোয়া লিগে দাপটে পারফরম্যান্সের পরেও অভিষেকের আক্ষেপটা থেকেছে বাক্সবন্দী। তবে, সেই আক্ষেপটা এবার ঘুচে যেতে পারে লিটনের। কারণ, ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেটের পেছনে দাঁড়াবেন না অধিনায়ক মুশফিক। তাই, ১০ জুন উইকেট কিপার কাম ব্যাটসম্যান লিটন দাসের ফতুল্লায় হতে পারে সাদা পোশাকে অভিষেক। এ ব্যাপারে লিটন বলেন, 'আমি ভাগ্যবান যে একটি বড় দলের বিপক্ষে আমার অভিষেক হবে।' কিন্তু, ২০ বছর বয়সী লিটন ওপেনিংয়ে খেলেন। তবে, দলের প্রয়োজনে ব্যাটিং পজিশন নিয়ে আফসোস নেই তার। তিনি বলেন, 'দলের প্রয়োজনে যেকোনো পজিশনেই আমি খেলতে চাই। ব্যাটসম্যান হিসেবে তাকে রান করতেই হবে। দিন শেষে রানটাই দেখা হয়। কোন পজিশনে খেললো সেটি বিবেচ্য নয়।' সেই সাথে ভারতের বিপক্ষে সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও বিশ্বাস বয়সভিত্তিক ক্রিকেটের দেয়াল ডিঙ্গিয়ে আসা এই ব্যাটসম্যানের।
