![]() |
| জামায়াত নেতা মুজাহিদের চূড়ান্ত রায় আজ |
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় আজ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২৭ মে খালাস চেয়ে মুজাহিদের আপিল শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন উচ্চ আদালত। এর আগে বুদ্ধিজীবীহত্যা'সহ মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ১৭ জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা'সহ মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস চেয়ে ২০১৪ সালের ১১ ই আগস্ট উচ্চ আদালতে আপিল করেন। এ আপিলেরওপর উভয়পক্ষের ৯ কার্যদিবস শুনানি শেষে, ১৬ ই জুন রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতির আদালত। আলবদরের এই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে দুটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় থেকে তাকে খালাস দেয়া হয়। রায়ে বুদ্ধিজীবী হত্যা,শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে হত্যা এবং ফরিদপুরের বাকচর হিন্দুগ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগ গুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে পাঁচবছরের কারাদণ্ড দেয়া হয়। তবে আসামির সর্বোচ্চ সাজা হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। ২০১০ সালের ২৯ শে জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কনডেম সেলে রয়েছেন তিনি। মুজাহিদের আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে জামায়াতের চতুর্থ কোন শীর্ষ নেতার আপিল নিষ্পত্তি হতে যাচ্ছে।
