টপঅর্ডাররা সাজঘরে, ম্যাচে টাইগারদের আধিপত্য

টপঅর্ডাররা সাজঘরে, ম্যাচে টাইগারদের আধিপত্য
টপঅর্ডাররা সাজঘরে, ম্যাচে টাইগারদের আধিপত্য
স্পোর্টস ডেস্কঃ শর্মা-কোহলির পর ধাওয়ান ও রাইডুকে সাজঘরে পাঠিয়ে ম্যাচে আধিপত্য ধরে রেখেছে টাইগাররা। ইনিংসের ২০.৫ ওভারে ১০৯ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। নাসির নিজের ৬ষ্ঠ ওভারের ৫ম বলে ধাওয়ানকে মুশফিকের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান। পরের ওভারে রুবেল বল করতে এসে রাইডুকে ০ রানে ফেরালে ব্যাকফুটে চলে যায় ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেটে ১২১ রান। এর আগে, মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় শূন্য রানে প্রথম উইকেটের পর ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই ভারতীয় শিবিরে আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজ। নাসিরের ক্যাচ বানিয়ে শর্মাকে প্যাভিলিয়নে পাঠান এ তরুণ পেসার। শর্মার আউটের পর ধাওয়ানের সঙ্গে উইকেটে যোগ দেন বিরাট কোহলি। এ দু'জন মিলে ৭৪ রানের জুটি গড়ার পর ভারতীয় শিবিরে আবারও আঘাত হানেন নাসির। শর্মার ক্যাচ ধরার পর এবার বোলিংয়ে এসে নিজেই উইকেট নিলেন তিনি। কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসির। প্রথম ম্যাচে টাইগারদের ৭৯ রানের অসাধারণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের ঢল নেমেছে। আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে নানাভাবে রঙে-ঢঙে সেজে তারা টাইগারদের উৎসাহ দিতে হাজির হয়েছেন স্টেডিয়ামে। রোববার ম্যাচের দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খোলার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের অনেক আগেই সেখানে ভিড় করেন টাইগার সমর্থকরা। এদিকে, গত বছর জুনে ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর, মাশরাফির নেতৃত্বের দেশের মাটিতে টানা ৯ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার জয়রথটাকে ১০ এ নিতে চান অধিনায়ক মাশরাফি। অন্যদিকে, শুধু প্রথম ম্যাচের হার নয়। অধিনায়ক ধোনিকে নিয়েও বেসামাল টিম ইন্ডিয়া। মাঠে তার অপেশাদার আচরণে ক্রিকেট মহলে হয়েছেন সমালোচিত। তবে সে সব বিতর্ক নিয়ে ভাবছে না দলটি। প্রথম ম্যাচে হারলেও, তাদের বিশ্বাস ঘুরে দাঁড়াতে সক্ষম ভারত। তবে সিরিজ বাঁচাতে যে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।  স্বাগতিকরা অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামলেও ভারতীয় দলে তিনটি পরিবর্তন এসেছে। আজিঙ্কা রাহানের স্থলে আম্বাতি রাইডু, উমেশ যাদবের স্থলে অক্ষর প্যাটেল ও মোহিত শর্মার বদলে ধাওয়াল কুলকার্নি একাদশে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 
ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার ও ধাওয়াল কুলকার্নি।

Post a Comment

Previous Post Next Post