চট্টগ্রামে তেলবাহী ট্রেন দুর্ঘটনা; উদ্ধারকৃত তেল ৩০ টাকা দরে কেনার ঘোষণা বিপিসি'র

 উদ্ধারকৃত তেল ৩০ টাকা দরে কেনার ঘোষণা বিপিসি'র
 উদ্ধারকৃত তেল ৩০ টাকা দরে কেনার ঘোষণা বিপিসি'র
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ব্রিজ ভেঙ্গে তেলবাহী ওয়াগন খালে পড়ে যাওয়ার দুইদিন পর তেল উদ্ধারে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের কাজে লাগাতে ৩০ টাকা লিটার দরে তেল কেনার ঘোষণা দিয়েছে বিপিসি। রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক, সচিব এবং জেলা প্রশাসক। সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছান তারা। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন জানান, ব্রিজটি মেরামতে পাহাড়তলী থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। শুক্রবার দুপুরে ফার্নেস ওয়েল নিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারি যাওয়ার পথে বোয়ালখালী-সারোয়াতলী পয়েন্টে ২৪ নম্বর ব্রিজ ভেঙ্গে ইঞ্জিনসহ ২টি ওয়াগন খালে পড়ে যায়। লাইনচ্যুত হয় আরো একটি ওয়াগন। এতে ৫৫ হাজার লিটার তেল খালে ছড়িয়ে পড়ে। এদিকে, ওয়াগন খালে পড়ে যাওয়ার পর কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত খাল এবং কর্ণফুলী নদীর পানি দূষিত হয়ে পড়েছে। ফলে মৎস্য সম্পদের ক্ষতিসহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post