ওয়ানডে ক্রিকেটে নতুন নিয়ম, বাতিল ব্যাটিং পাওয়ার প্লে

ওয়ানডে ক্রিকেটে নতুন নিয়ম, বাতিল ব্যাটিং পাওয়ার প্লে

ওয়ানডে ক্রিকেটে নতুন নিয়ম, বাতিল ব্যাটিং পাওয়ার প্লে

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং ও বোলিং এর ভারসাম্য আনতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। শুক্রবার বার্বাডোজে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় নেয়া হয় এসব সিদ্ধান্ত। সীমিত ওভারের ক্রিকেটে বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা বেশি সুবিধা পায় বলে পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ আগেই করা হয়েছিলো। এবারের সভায় সেই সিদ্ধান্তই অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এক থেকে দশ ওভারের মধ্যে কোন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার রাখা হবে না। এছাড়া, ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে থাকছে না কোন ব্যাটিং পাওয়ার প্লে। তবে, ৪০ ওভারের পর ত্রিশ গজ সার্কেলের বাইরে সর্বোচ্চ ৫ জন ফিল্ডার রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়া আগে যেখানে শুধু পায়ের নো বলে ফ্রি হিট দেয়া হতো। এখন সেখানে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব রকম নো বলেই ফ্রি হিটের সিদ্ধান্ত নেয় আইসিসি। আর এসব সিদ্ধান্ত ৫ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানানো হয় আইসিসি থেকে।

Post a Comment

Previous Post Next Post