তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধের নির্দেশ

তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধের নির্দেশ

তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্কঃ সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তিউনিসিয়ায় অন্তত ৮০টি মসজিদ বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। একই সঙ্গে দেশজুড়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, সুস শহরের অবকাশ যাপন কেন্দ্রে গতকালের হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। শুক্রবার রৌদ্রকরোজ্জল দিনে তিউনিসিয়ার জনপ্রিয় পর্যটন নগরী সুস এর 'ইম্পিরিয়াল মারহাবা' হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। বীচ আমব্রেলার ভেতরে করে একটি কালাশনিকভ রাইফেল নিয়ে সৈকতে এসে এলোপাথাড়ি গুলি চালায় সে। মুহূর্তেই গোটা এলাকা নরকে পরিণত হয় এবং নিহত হয় ৩৯ জন। যাদের বেশিরভাগই বিদেশী নাগরিক। পরে নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারীও নিহত হয়। হামলার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে অপর এক জনকে আটক করেছে পুলিশ। তিউনিসিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী সৈকতের অবকাশ যাপন কেন্দ্র ও নাইটক্লাবগুলো ইউরোপীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হামলার সময় মোট ৫৬৫ জন পর্যটক সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে হোটেলটির পরিচালনা প্রতিষ্ঠান। এদের বেশিরভাগ যুক্তরাজ্য ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। শুক্রবারের এই ভয়াবহ হামলার দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আইএস। বিবৃতিতে বন্দুকধারীর পরিচয় প্রকাশ করে বলা হয়, পাশ্চাত্যের যেসব দেশ একজোট হয়ে আইএস-এর বিরুদ্ধে লড়ছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ঐসব দেশের নাগরিকদের ওপর আরো হামলা চালানোরও হুমকি দেয়া হয় বিবৃতিতে। হামলাকারীর নাম আবু্ ইয়াহিয়া কাইরানি বলে জানানো হয়। তিউনিসীয় কর্মকর্তারাও তার পরিচয় নিশ্চিত করে জানান সে দেশটির কাইরান এলাকার অধিবাসী এবং পেশায় ছাত্র। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কায়েদ এসেবসি বলেন, 'আমরা আবারও বলছি তিউনিসিয়া সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসীদের আমরা কখনোই ক্ষমা করবো না। ওদের হাত থেকে এখন আর কেউই নিরাপদ নয়।' রাজধানী তিউনিসে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানিয়েছেন সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন, 'সরকারী নিয়ন্ত্রণের বাইরে যেসব মসজিদ রয়েছে সেগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়া হবে। তাছাড়া সারাদেশে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য মোতায়েন করা হবে। পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা দেয়া হবে। আপনারা শান্ত থাকুন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।' এরই মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে। তবে এ অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এর আগে চলতি বছরের মার্চ মাসে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বার্দো জাদুঘরে আইএস বন্দুকধারীদের হামলায় ১৯ জন নিহত হয়। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।সুত্রঃ সময় নিউজ

Post a Comment

Previous Post Next Post