![]() |
| সৌদি প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক কুলাউড়ায় রিক্সা বিতরন ও সংবর্ধনা |
তারেক হাসানঃ কুলাউড়ায় অফিসার্স ক্লাবের আয়োজনে এবং কুলাউড়ায় প্রবাসী কল্যাণ পরিষদ সৌদিআরব (রিয়াদ) কর্তৃক গরীব, অসহায়দের মধ্যে রিক্সা বিতরন ও পরিষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল ০৯ জুন মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত রিক্সা বিতরন ও সংবর্ধনা অনুষ্টানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফী, সংবর্ধিত প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান ও সাধারন সম্পাদক খালেদ শাহাবুদ্দীন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাঈদ এনাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি রফিকুল ইসলাম টিপু, উপজেলা সাব রেজিষ্টার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, লেডিস ক্লাবের সাধারন সম্পাদক সেলিনা ইয়াসমিন, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, এনজিও কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সংবর্ধিত প্রবাসী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বখশ ও সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ স্বাধীন, কর্মচারী ক্লাবের সভাপতি হাবিবুর রহমান শহীদ প্রমুখ। পরে প্রবাসী কল্যাণ পরিষদ সৌদিআরব (রিয়াদ) কর্তৃক কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান কাদিপুর ইউনিয়নের ফটিক মিয়া ও পৌরসভার জয়পাশা গ্রামের হায়দর আলীসহ ২ জনকে নতুন ২টি রিক্সা হস্তান্তর করেন। অনুষ্টানে প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান ও সাধারন সম্পাদক খালেদ শাহবুউদ্দীন অফিসার্স ক্লাবে এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এলসিডি মনিটর(ফ্লাট টিভি) দান করেন। এ ছাড়াও সংবর্ধিত অতিথিদেরকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট্র প্রদান করা হয়।
