রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত

রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত
রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকায় এবার পহেলা রমজান থেকেই বিপণিবিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ দোকান-মালিক সমিতির সাথে যৌথ সভা শেষে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান। রমজান ও ঈদ উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে দোকান-মালিক সমিতির সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ। বৈঠকে রমজানে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ বিভাগের নির্দেশাবলী জানানো হয় দোকান-মালিক সমিতির নেতাদের। এ সময় বিগত দিনের জ্বালাও-পোড়াওয়ের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ ১৫ রমজানের পরিবর্তে পহেলা রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা রাখার অনুরোধ জানায়। পরে তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় ইফতার ও সেহেরীর সময় ব্যবসায়ীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিং মুক্ত। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। সেহরি ও ইফতারের সময়ে এসি ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এমএ কাদের কিরণ। তিনি ব্যাংকগুলোর অতিরিক্ত আলোকসজ্জা নজরে আনেন। জবাবে প্রতিমন্ত্রী খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Post a Comment

Previous Post Next Post